প্রিয় এলাকাবাসী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে আন্তরীক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা জানি যে, ভূমি বাংলাদেশের সকল নাগরিকের অত্যাবশ্যক উপাদান। যেখানে আমাদের বাসস্থান তৈরীসহ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও কৃষি উৎপাদনের জন্য বাংলাদেশের ভূমি খুবই উপযোগী। আমাদের থানচি উপজেলায় কোন ভূমি অফিস নেই। ভূমি সম্পর্কিত তথ্যসমূহ সরকারি নীতিমালা অনুসারে মৌজা হেডম্যানগণ মাননীয় জেলা প্রশাসক ও বোমাং চীফ সার্কেলের নির্দেশনানুযায়ী রক্ষণাবেক্ষণ করে থাকেন। অত্র গালেংগ্যা ইউনিয়নটি চার’টি মৌজা নিয়ে গঠিত। যথা:-
১। ৩৬৪নং কেংগু মৌজা
২। ৩৫৫নং সেপ্রু মৌজা
৩। ৩৬৪ নং গালেংগ্যা মৌজা
৪। ৩৬৫ নং পান্তলা মৌজা
ইউনিয়নের আয়তন ও সীমানা নিম্নরূপ ঃ
আয়তন- ৩৫,২০০ একর,
সীমানা- উঃ বান্দরবান সদর,
দঃ থলি পাড়া ইউপি, থানছি,
পূঃ নাইতিং মৌজা,
পঃ টংকাপটি ইউপি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস